রবিবার, ৩ নভেম্বর, ২০১৩

আম-ছানার পুডিং

আম-ছানার পুডিং


উপকরণ :
১/ ছানা এক কাপ,
২/ ডিমের সাদা অংশ (দুটি ডিমের),
৩/ গুঁড়ো দুধ- আধা কাপ,
৪/ চিনি-আধা কাপ,
৫/ পানি-আধা কাপ,
৬/ এলাচগুঁড়া চা চামচের চার ভাগের এক ভাগ ও
৭/ পাকা আমের টুকরা (ছোট ছোট) দেড় কাপ।

প্রণালী :

আম ছাড়া ওপরের সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। পুডিংয়ের ছাঁচে ক্যারামেল করে নিতে হবে। ব্লেন্ড করা উপকরণে আমের টুকরা মিলিয়ে ছাঁচে ঢেলে ভাপে জমিয়ে নিতে হবে। এতে ৩০-৪৫ মিনিট সময় লাগবে। ডিশে উল্টে নিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

পাটি পুডিং


পাটি পুডিং



উপকরণ :
১/ চায়না গ্রাস ৩ প্যাকেট
২/ মিল্ক ভিটা দুধ ১ লিটার
৩/ চিনি ১ কাপ
৪/ স্ট্রবেরি এসেন্স ৫ ফোঁটা
৫/ ফুড কালার কয়েক ফোঁটা
৬/ ঠাণ্ডা পানি ১ কাপ
৭/ দুধ গুঁড়ো আধা কাপ

প্রণালিঃ

প্রথমে ২ কাপ পানিতে চায়না গ্রাস ভিজিয়ে রাখুন। তরল দুধের সঙ্গে আধা কাপ গুঁড়ো দুধ চুলায় ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে চায়না গ্রাস ও চিনি দিন। এরপর এসেন্স দিন।

এবার দুধ দুই ভাগ করে এক ভাগের সঙ্গে হালকা লাল রং মিলিয়ে ডাইসে ঘি মেখে কিছু পেস্তা ও বাদাম কুচি ছিটিয়ে দিন। বাকি উপকরণ ঢালুন। ১০-১৫ মিনিট পর কিছুটা জমে গেলে রং দেওয়া উপকরণ ঢালুন। ৩-৪ মিনিট পর ওপরে পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিন। ঠাণ্ডা করে পরিবেশন করুন।

কুইন্স পুডিং

কুইন্স পুডিং

(ক)পুডিং

উপকরণ :
১/ ডিম ৪টি
২/ গুঁড়ো দুধ দেড় কাপ
৩/ পানি আড়াই কাপ
৪/ চিনি এক কাপের চার ভাগের এক ভাগ
৫/ ভ্যানিলা আধা চা চামচ

প্রণালী : ওপরের সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। ক্যারামেল করে মিশ্রণটি ঢেলে ওভেনে করে নিন। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ট্রেতে অল্প পানি দিয়ে ওভেনে বসান। সময় ২০-২৫ মিনিট।

(খ) কেক
(পুডিং যে ডাইসে হবে কেকও সেই ডাইসে হবে।)

উপকরণ :
১/ ডিম ৪টি
২/ চিনি এক কাপের চার ভাগের এক ভাগ
৩/ ময়দা এক কাপের চার ভাগের এক ভাগ
৪/ বাটার গোলানো আধা কাপ
৫/ গুঁড়ো দুধ ১ টেবিল চা চামচ
৬/ বেকিং পাউডার ১ চা চামচ
৭/ ভ্যানিলা এক চা চামচের চার ভাগের এক ভাগ

প্রণালিঃ
তাপ ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেড, সময় ৩৫-৪০ মিনিট। এখন পাশের সব উপকরণ মিক্স করে কেক বানিয়ে নিন।

(গ) কাস্টার্ড

উপকরনঃ
১/ পানি এক কাপের চার ভাগের এক ভাগ,
২/ গুঁড়ো দুধ আধা কাপ,
৩/ চিনি এক কাপের চার ভাগের এক ভাগ,
৪/ কাস্টার্ড পাউডার দেড় টেবিল চামচ।

প্রণালী :
সব উপকরণ একসঙ্গে জ্বাল দিয়ে ঘন করে নিন।

(ঘ) ডেকোরেশন
তিনটি ডিমের সাদা অংশের সঙ্গে ৩ টেবিল চামচ চিনি ও কয়েক ফোঁটা ভ্যানিলা দিয়ে বিট করুন। মেরাং ছাড়া হুইলড ক্রিম দিয়েও ডেকোরেশন করা যায়। চেরি ৮-১০টি, আপেল ১টি ওপরের ডেকোরেশনের জন্য।

(ঙ) আনারসের জ্যাম
প্রণালী : কেকটি দুই স্তর করে সিরাপ ব্রাস করুন। নিচেরটিতে তৈরি কাস্টার্ড বিছিয়ে দিন। অন্য স্তরটি দিয়ে ঢেকে দিন। এবার ওপরে সিরাপ ব্রাস করে জ্যাম লাগান। ওপরে পুডিং বসান, আবার পুডিংয়ের ওপর জ্যাম লাগান। এবার মেরাং দিয়ে ঢেকে দিন। চেরি ও আপেল দিয়ে ডেকোরেশন করুন।

চকলেট পুডিং


চকলেট পুডিং


উপকরণ:


১/ ডিম ৬টি,
২/ চিনি ১ কাপ,
৩/ পানি ১ কাপ,
৪/ চকলেট সিরাপ ১ টেবিল চামচ,
৫/ চকলেট এসেন্স ১ চা চামচ,
৬/ কেরামেল ১ টেবিল চামচ,
৭/ গুড়া দুধ ১ কাপ।

প্রণালি:

ডিম, চিনি, পানি ও গুড়া দুধ একসাথে ৫ মিনিট বিট করে নিন। তার সাথে চকলেট সিরাপ চকলেট এসেন্স মিক্স করুন। ২/৩ মিনিট কাটা চামচে নেড়ে নিন। যে পাত্রে চকলেট কেরামেল পুডিং জমাবেন সেই পাত্রে চিনি ও অল্প ঘি ছিটিয়ে ১ মিনিট চুলায় বসিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কেরামেল। এবং পুডিং দিন ১০ মিনিট ডাবল স্টিম করুন। পুডিং ঠান্ডা হলে পরিবেশন করুন।

সেমাই পুডিং

সেমাই পুডিং

উপকরনঃ
১/ দুধ ১ লিটার
২/ চিনি দেড় কাপ
৩/ সেমাই ১ কাপ
৪/ ডিম ৪টি
৫/ ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
৬/ ঘি ১ টে চামচ
৮/ক্রিম ২ টে চামচ

প্রণালিঃ

দুধ জ্বাল দিয়ে ৩ পোয়া করে তার মধ্যে সেমাই দিন। ৩ মিনিট জ্বাল দিয়ে অল্প অল্প করে চিনি মিশিয়ে নিন। মৃদু আঁচে রান্না করুন ৫ মিনিট। তারপর নামিয়ে ঠাণ্ডা করে নিন।

ডিম খুব ভালোভাবে বিট করে নিন। এবার বিট করা ডিম, ক্রিম ও ভ্যানিলা এসেন্স সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিন।

একটি ওভেনপ্রুভ বাটিতে ঘি মেখে তাতে সেমাইয়ের মিশ্রণটি ঢেলে দিন। এবার ইলেকট্রিক ওভেনে ১ ঘন্টা ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপে বেক করে নিন, বা মাইক্রোওভেনে হাই পাওয়ারে ৬-৮ মিনিট বেক করুন। ঠাণ্ডা হলে পছন্দমত সাজিয়ে পরিবেশন করুন।

টিপসঃ
যাদের বাসায় ওভেন নেই তারা নরমালি যেভাবে চুলায় পুডিং বানায় সেভাবেও বানাতে পারেন। সেক্ষেত্রে কিছুক্ষন পর পর কাঠি ঢুকিয়ে চেক করতে হবে জমে গেছে কিনা।

কমলার পুডিং

কমলার পুডিং


উপকরণঃ
১/ কমলার পুডিংডিম- ৪টি
২/ ঘন দুধ- ১ কাপ
৩/ চিনি- ৫ টেঃ চাঃ
৪/ মিষ্টি কমলার রস- ১/৪ কাপ
৫/ কমলার কোষ- ১/৪ কাপ
৬/ কমলার ক্যারামেল- ১ টেঃ চাঃ
৭/ কমলার রস- ১টি কমলার
৮/ বাটার- ১ চাঃ চাঃ
৯/ চিনি- ১ টেঃ চাঃ

প্রনালীঃ

প্রথমে ডিম ভালভাবে বিট করে নিন, সাথে চিনি ও দুধ দিয়ে আবার বিট করুন। কমলার কোষগুলো খুলে দিন, সাথে রস দিয়ে হাল্কা ভাবে নেড়ে দিন। একটি গোল টিফিন বাটিতে চিনির ক্যারামেল করে মিশ্রনটি ঢেলে দিন এবং প্রেশার কুকার হলে ২০ মিনিট বা ভাপে ভারি কিছু দিয়ে চাপ দিয়ে আধ ঘন্টা রাখুন।

নামিয়ে ঠান্ডা করে প্লেটে ঢালুন এবং ক্যারামেল সস ব্রাশ করুন। পরিবেশন করুন মজাদার কমলার পুডিং।

ক্যারামেল সস তৈরীঃ

১টি কমলার রস, বাটার ও চিনি একত্রে জ্বাল দিয়ে ঘন হয়ে এলে নামিয়ে নিন।

পাউরুটির পুডিং

 








 পাউরুটির পুডিং

 উপকরণ :
১/ দুধ- ৫ কাপ
২/ ডিম - ৪
৩/ চিনি - ৩/৪ কাপ বা স্বাদমত
৪/ চিনি - ৩ টেবিল চামচ (ক্যারামেলের জন্য)
৫/ পাউরুটি - ৬-৭ টুকরা (এখানে আমি ক্রিসেন্ট ব্রেড ব্যবহার করেছি। )
৬/ ঘি- ২ টেবিল চামচ
৭/ কিসমিস- ১৫/১৬ টুকরা
৮/ কাগজি বাদাম কুচি (এলমন্ড ) - ৪/৫ টা
৯/ পেস্তা বাদাম কুচি - ৬/৭ টুকরা

প্রণালী :

দুধ সিদ্ধ করে ৪ কাপ মত ঘন করে ঠান্ডা করে নিন।
যেই পাত্রে পুডিং বানাবেন সেইটাতে ৩ টেবিল চামচ চিনি ও ৪ টেবিল চামচ মত পানি দিয়ে মাজারি আঁচে চুলায় দিন। সাবধানে পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে চিনির ক্যারামেল তৈরী করুন। ক্যারামেল হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দিন। (পুডিং এর পাত্রটি চুলার উপরে দেয়া না গেলে আলাদা পাত্রে ক্যারামেল করে দ্রুত পুডিং এর পাত্রে ঢেলে দিন)।

পাউরুটি ছোট ছোট টুকরা করে পাত্রের ক্যারামেলের উপরে সাজিয়ে দিন। এবার ঘি গলিয়ে পাউরুটির উপর ছড়িয়ে দিন। তারপর কিসমিস, বাদাম কুচি গুলো উপরে ছড়িয়ে দিয়ে একপাশে রাখুন।

এবার ঠান্ডা করা দুধের সাথে ডিম, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন যেন দানা দানা না থাকে। মিশ্রণটি পাউরুটি সাজানো পুডিং এর পাত্রে ঢেলে দিন। আপনি চাইলে পুডিং চুলায় বা ওভেনে বানাতে পারেন।

*** চুলায় বানানোর প্রণালী :
আপনার পুডিং এর পাত্রের চেয়ে বড় একটি পাত্রে এমন পরিমান সিদ্ধ গরম পানি নিন যেন পুডিং এর পাত্রটি পানিতে বসালে নিচের অংশ পানিতে ডুবে থাকে কিন্তু পাত্রটি ভেসে না উঠে। এবার পুডিং এর পাত্রটি পানিতে বসিয়ে দুটো পাত্রই ঢেকে দিয়ে (আপনি চাইলে পুডিং পাত্রের নিচে একটি স্ট্যান্ড দিতে পারেন যেন না নড়ে) প্রায় ৪০-৪৫ মিনিট সিদ্ধ করুন (মাঝে দুই একবার পানি চেক করুন, প্রয়োজন হলে অল্প পানি যোগ করুন।)

*** ওভেনে বানানোর প্রণালী:
ওভেনে বেক করতে চাইলে ওভেন ৪০০ ডিগ্রী ফা এ প্রিহিট করে নিন। এবার আপনার পুডিং এর পাত্রের চেয়ে বড় একটি ওভেনপ্রুফ পাত্রে এমন পরিমান সিদ্ধ গরম পানি নিন যেন পুডিং এর পাত্রটি পানিতে বসালে নিচের অংশ পানিতে ডুবে থাকে কিন্তু পাত্রটি ভেসে না উঠে। এবার পুডিং এর পাত্রটি পানিতে বসিয়ে দুটো পাত্রই ঢেকে দিন (আপনি চাইলে পুডিং পাত্রের নিচে একটি স্ট্যান্ড দিতে পারেন যেন না নড়ে)।
এবার পানিসহ পাত্রটি ওভেনে ঢুকিয়ে ৪৫-৫০ মিনিট বেক করুন।শেষে উভয় পাত্রের ঢাকনা খুলে দিয়ে ১০ মিনিট মত ওভেনে রাখুন যেন উপরে সুন্দর গোল্ডেন কালার হয়।

পুডিং নামানোর আগে ছুরির মাথা ঢুকিয়ে চেক করুন। ছুরিটি যদি পরিষ্কারভাবে বের হয়ে আসে তাহলে পুডিংটি নামিয়ে ফেলতে পারেন আর যদি পুডিংটি তখনও নরম মনে হয় তাহলে আরো ৫-১০ মিনিট চুলায় বা ওভেনে রাখুন।
পুডিংটি হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য রাখুন। এবার একটি ছুরি দিয়ে পাত্রের পাশ থেকে পুডিং ছাড়িয়ে দিন। তারপর যেই প্লেটে পুডিং পরিবেশন করবেন তা পাত্রটির উপরে দিয়ে আস্তে করে উল্টিয়ে দিন যেন পুডিং প্লেটে চলে আসে।

পুডিং আপনার পছন্দমত আকারে কেটে পরিবেশন করুন মজাদার ও ব্যাতিক্রম পাউরুটি পুডিং।