রবিবার, ৩ নভেম্বর, ২০১৩

আম-ছানার পুডিং

আম-ছানার পুডিং


উপকরণ :
১/ ছানা এক কাপ,
২/ ডিমের সাদা অংশ (দুটি ডিমের),
৩/ গুঁড়ো দুধ- আধা কাপ,
৪/ চিনি-আধা কাপ,
৫/ পানি-আধা কাপ,
৬/ এলাচগুঁড়া চা চামচের চার ভাগের এক ভাগ ও
৭/ পাকা আমের টুকরা (ছোট ছোট) দেড় কাপ।

প্রণালী :

আম ছাড়া ওপরের সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। পুডিংয়ের ছাঁচে ক্যারামেল করে নিতে হবে। ব্লেন্ড করা উপকরণে আমের টুকরা মিলিয়ে ছাঁচে ঢেলে ভাপে জমিয়ে নিতে হবে। এতে ৩০-৪৫ মিনিট সময় লাগবে। ডিশে উল্টে নিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

পাটি পুডিং


পাটি পুডিং



উপকরণ :
১/ চায়না গ্রাস ৩ প্যাকেট
২/ মিল্ক ভিটা দুধ ১ লিটার
৩/ চিনি ১ কাপ
৪/ স্ট্রবেরি এসেন্স ৫ ফোঁটা
৫/ ফুড কালার কয়েক ফোঁটা
৬/ ঠাণ্ডা পানি ১ কাপ
৭/ দুধ গুঁড়ো আধা কাপ

প্রণালিঃ

প্রথমে ২ কাপ পানিতে চায়না গ্রাস ভিজিয়ে রাখুন। তরল দুধের সঙ্গে আধা কাপ গুঁড়ো দুধ চুলায় ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে চায়না গ্রাস ও চিনি দিন। এরপর এসেন্স দিন।

এবার দুধ দুই ভাগ করে এক ভাগের সঙ্গে হালকা লাল রং মিলিয়ে ডাইসে ঘি মেখে কিছু পেস্তা ও বাদাম কুচি ছিটিয়ে দিন। বাকি উপকরণ ঢালুন। ১০-১৫ মিনিট পর কিছুটা জমে গেলে রং দেওয়া উপকরণ ঢালুন। ৩-৪ মিনিট পর ওপরে পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিন। ঠাণ্ডা করে পরিবেশন করুন।

কুইন্স পুডিং

কুইন্স পুডিং

(ক)পুডিং

উপকরণ :
১/ ডিম ৪টি
২/ গুঁড়ো দুধ দেড় কাপ
৩/ পানি আড়াই কাপ
৪/ চিনি এক কাপের চার ভাগের এক ভাগ
৫/ ভ্যানিলা আধা চা চামচ

প্রণালী : ওপরের সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। ক্যারামেল করে মিশ্রণটি ঢেলে ওভেনে করে নিন। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ট্রেতে অল্প পানি দিয়ে ওভেনে বসান। সময় ২০-২৫ মিনিট।

(খ) কেক
(পুডিং যে ডাইসে হবে কেকও সেই ডাইসে হবে।)

উপকরণ :
১/ ডিম ৪টি
২/ চিনি এক কাপের চার ভাগের এক ভাগ
৩/ ময়দা এক কাপের চার ভাগের এক ভাগ
৪/ বাটার গোলানো আধা কাপ
৫/ গুঁড়ো দুধ ১ টেবিল চা চামচ
৬/ বেকিং পাউডার ১ চা চামচ
৭/ ভ্যানিলা এক চা চামচের চার ভাগের এক ভাগ

প্রণালিঃ
তাপ ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেড, সময় ৩৫-৪০ মিনিট। এখন পাশের সব উপকরণ মিক্স করে কেক বানিয়ে নিন।

(গ) কাস্টার্ড

উপকরনঃ
১/ পানি এক কাপের চার ভাগের এক ভাগ,
২/ গুঁড়ো দুধ আধা কাপ,
৩/ চিনি এক কাপের চার ভাগের এক ভাগ,
৪/ কাস্টার্ড পাউডার দেড় টেবিল চামচ।

প্রণালী :
সব উপকরণ একসঙ্গে জ্বাল দিয়ে ঘন করে নিন।

(ঘ) ডেকোরেশন
তিনটি ডিমের সাদা অংশের সঙ্গে ৩ টেবিল চামচ চিনি ও কয়েক ফোঁটা ভ্যানিলা দিয়ে বিট করুন। মেরাং ছাড়া হুইলড ক্রিম দিয়েও ডেকোরেশন করা যায়। চেরি ৮-১০টি, আপেল ১টি ওপরের ডেকোরেশনের জন্য।

(ঙ) আনারসের জ্যাম
প্রণালী : কেকটি দুই স্তর করে সিরাপ ব্রাস করুন। নিচেরটিতে তৈরি কাস্টার্ড বিছিয়ে দিন। অন্য স্তরটি দিয়ে ঢেকে দিন। এবার ওপরে সিরাপ ব্রাস করে জ্যাম লাগান। ওপরে পুডিং বসান, আবার পুডিংয়ের ওপর জ্যাম লাগান। এবার মেরাং দিয়ে ঢেকে দিন। চেরি ও আপেল দিয়ে ডেকোরেশন করুন।

চকলেট পুডিং


চকলেট পুডিং


উপকরণ:


১/ ডিম ৬টি,
২/ চিনি ১ কাপ,
৩/ পানি ১ কাপ,
৪/ চকলেট সিরাপ ১ টেবিল চামচ,
৫/ চকলেট এসেন্স ১ চা চামচ,
৬/ কেরামেল ১ টেবিল চামচ,
৭/ গুড়া দুধ ১ কাপ।

প্রণালি:

ডিম, চিনি, পানি ও গুড়া দুধ একসাথে ৫ মিনিট বিট করে নিন। তার সাথে চকলেট সিরাপ চকলেট এসেন্স মিক্স করুন। ২/৩ মিনিট কাটা চামচে নেড়ে নিন। যে পাত্রে চকলেট কেরামেল পুডিং জমাবেন সেই পাত্রে চিনি ও অল্প ঘি ছিটিয়ে ১ মিনিট চুলায় বসিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কেরামেল। এবং পুডিং দিন ১০ মিনিট ডাবল স্টিম করুন। পুডিং ঠান্ডা হলে পরিবেশন করুন।

সেমাই পুডিং

সেমাই পুডিং

উপকরনঃ
১/ দুধ ১ লিটার
২/ চিনি দেড় কাপ
৩/ সেমাই ১ কাপ
৪/ ডিম ৪টি
৫/ ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
৬/ ঘি ১ টে চামচ
৮/ক্রিম ২ টে চামচ

প্রণালিঃ

দুধ জ্বাল দিয়ে ৩ পোয়া করে তার মধ্যে সেমাই দিন। ৩ মিনিট জ্বাল দিয়ে অল্প অল্প করে চিনি মিশিয়ে নিন। মৃদু আঁচে রান্না করুন ৫ মিনিট। তারপর নামিয়ে ঠাণ্ডা করে নিন।

ডিম খুব ভালোভাবে বিট করে নিন। এবার বিট করা ডিম, ক্রিম ও ভ্যানিলা এসেন্স সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিন।

একটি ওভেনপ্রুভ বাটিতে ঘি মেখে তাতে সেমাইয়ের মিশ্রণটি ঢেলে দিন। এবার ইলেকট্রিক ওভেনে ১ ঘন্টা ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপে বেক করে নিন, বা মাইক্রোওভেনে হাই পাওয়ারে ৬-৮ মিনিট বেক করুন। ঠাণ্ডা হলে পছন্দমত সাজিয়ে পরিবেশন করুন।

টিপসঃ
যাদের বাসায় ওভেন নেই তারা নরমালি যেভাবে চুলায় পুডিং বানায় সেভাবেও বানাতে পারেন। সেক্ষেত্রে কিছুক্ষন পর পর কাঠি ঢুকিয়ে চেক করতে হবে জমে গেছে কিনা।

কমলার পুডিং

কমলার পুডিং


উপকরণঃ
১/ কমলার পুডিংডিম- ৪টি
২/ ঘন দুধ- ১ কাপ
৩/ চিনি- ৫ টেঃ চাঃ
৪/ মিষ্টি কমলার রস- ১/৪ কাপ
৫/ কমলার কোষ- ১/৪ কাপ
৬/ কমলার ক্যারামেল- ১ টেঃ চাঃ
৭/ কমলার রস- ১টি কমলার
৮/ বাটার- ১ চাঃ চাঃ
৯/ চিনি- ১ টেঃ চাঃ

প্রনালীঃ

প্রথমে ডিম ভালভাবে বিট করে নিন, সাথে চিনি ও দুধ দিয়ে আবার বিট করুন। কমলার কোষগুলো খুলে দিন, সাথে রস দিয়ে হাল্কা ভাবে নেড়ে দিন। একটি গোল টিফিন বাটিতে চিনির ক্যারামেল করে মিশ্রনটি ঢেলে দিন এবং প্রেশার কুকার হলে ২০ মিনিট বা ভাপে ভারি কিছু দিয়ে চাপ দিয়ে আধ ঘন্টা রাখুন।

নামিয়ে ঠান্ডা করে প্লেটে ঢালুন এবং ক্যারামেল সস ব্রাশ করুন। পরিবেশন করুন মজাদার কমলার পুডিং।

ক্যারামেল সস তৈরীঃ

১টি কমলার রস, বাটার ও চিনি একত্রে জ্বাল দিয়ে ঘন হয়ে এলে নামিয়ে নিন।

পাউরুটির পুডিং

 








 পাউরুটির পুডিং

 উপকরণ :
১/ দুধ- ৫ কাপ
২/ ডিম - ৪
৩/ চিনি - ৩/৪ কাপ বা স্বাদমত
৪/ চিনি - ৩ টেবিল চামচ (ক্যারামেলের জন্য)
৫/ পাউরুটি - ৬-৭ টুকরা (এখানে আমি ক্রিসেন্ট ব্রেড ব্যবহার করেছি। )
৬/ ঘি- ২ টেবিল চামচ
৭/ কিসমিস- ১৫/১৬ টুকরা
৮/ কাগজি বাদাম কুচি (এলমন্ড ) - ৪/৫ টা
৯/ পেস্তা বাদাম কুচি - ৬/৭ টুকরা

প্রণালী :

দুধ সিদ্ধ করে ৪ কাপ মত ঘন করে ঠান্ডা করে নিন।
যেই পাত্রে পুডিং বানাবেন সেইটাতে ৩ টেবিল চামচ চিনি ও ৪ টেবিল চামচ মত পানি দিয়ে মাজারি আঁচে চুলায় দিন। সাবধানে পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে চিনির ক্যারামেল তৈরী করুন। ক্যারামেল হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দিন। (পুডিং এর পাত্রটি চুলার উপরে দেয়া না গেলে আলাদা পাত্রে ক্যারামেল করে দ্রুত পুডিং এর পাত্রে ঢেলে দিন)।

পাউরুটি ছোট ছোট টুকরা করে পাত্রের ক্যারামেলের উপরে সাজিয়ে দিন। এবার ঘি গলিয়ে পাউরুটির উপর ছড়িয়ে দিন। তারপর কিসমিস, বাদাম কুচি গুলো উপরে ছড়িয়ে দিয়ে একপাশে রাখুন।

এবার ঠান্ডা করা দুধের সাথে ডিম, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন যেন দানা দানা না থাকে। মিশ্রণটি পাউরুটি সাজানো পুডিং এর পাত্রে ঢেলে দিন। আপনি চাইলে পুডিং চুলায় বা ওভেনে বানাতে পারেন।

*** চুলায় বানানোর প্রণালী :
আপনার পুডিং এর পাত্রের চেয়ে বড় একটি পাত্রে এমন পরিমান সিদ্ধ গরম পানি নিন যেন পুডিং এর পাত্রটি পানিতে বসালে নিচের অংশ পানিতে ডুবে থাকে কিন্তু পাত্রটি ভেসে না উঠে। এবার পুডিং এর পাত্রটি পানিতে বসিয়ে দুটো পাত্রই ঢেকে দিয়ে (আপনি চাইলে পুডিং পাত্রের নিচে একটি স্ট্যান্ড দিতে পারেন যেন না নড়ে) প্রায় ৪০-৪৫ মিনিট সিদ্ধ করুন (মাঝে দুই একবার পানি চেক করুন, প্রয়োজন হলে অল্প পানি যোগ করুন।)

*** ওভেনে বানানোর প্রণালী:
ওভেনে বেক করতে চাইলে ওভেন ৪০০ ডিগ্রী ফা এ প্রিহিট করে নিন। এবার আপনার পুডিং এর পাত্রের চেয়ে বড় একটি ওভেনপ্রুফ পাত্রে এমন পরিমান সিদ্ধ গরম পানি নিন যেন পুডিং এর পাত্রটি পানিতে বসালে নিচের অংশ পানিতে ডুবে থাকে কিন্তু পাত্রটি ভেসে না উঠে। এবার পুডিং এর পাত্রটি পানিতে বসিয়ে দুটো পাত্রই ঢেকে দিন (আপনি চাইলে পুডিং পাত্রের নিচে একটি স্ট্যান্ড দিতে পারেন যেন না নড়ে)।
এবার পানিসহ পাত্রটি ওভেনে ঢুকিয়ে ৪৫-৫০ মিনিট বেক করুন।শেষে উভয় পাত্রের ঢাকনা খুলে দিয়ে ১০ মিনিট মত ওভেনে রাখুন যেন উপরে সুন্দর গোল্ডেন কালার হয়।

পুডিং নামানোর আগে ছুরির মাথা ঢুকিয়ে চেক করুন। ছুরিটি যদি পরিষ্কারভাবে বের হয়ে আসে তাহলে পুডিংটি নামিয়ে ফেলতে পারেন আর যদি পুডিংটি তখনও নরম মনে হয় তাহলে আরো ৫-১০ মিনিট চুলায় বা ওভেনে রাখুন।
পুডিংটি হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য রাখুন। এবার একটি ছুরি দিয়ে পাত্রের পাশ থেকে পুডিং ছাড়িয়ে দিন। তারপর যেই প্লেটে পুডিং পরিবেশন করবেন তা পাত্রটির উপরে দিয়ে আস্তে করে উল্টিয়ে দিন যেন পুডিং প্লেটে চলে আসে।

পুডিং আপনার পছন্দমত আকারে কেটে পরিবেশন করুন মজাদার ও ব্যাতিক্রম পাউরুটি পুডিং।


ক্যারামেল পুডিং

ক্যারামেল পুডিং
 উপকরন:
১/ দুধ আধা লিটার,
২/ ডিম চারটি,
৩/ চিনি ১০০ গ্রাম,
৪/ কর্ণফ্লাওয়ার এক টেবিল চামচ,
৫/ লবণ সামান্য,
৬/ এলাচ দুটি,
৭/ দারচিনি এক টুকরো।

প্রণালী:

প্রথমে দুধ জ্বালিয়ে ঘন করে নিন। ডিম দিয়ে ভালো করে বিট করুন এবার চিনি ও কর্ণফ্লাওয়ারসহ সব উপকরণ দিয়ে খুব ভালো করে ফেটে নিন। মিশ্রণ থেকে এবার এলাচ এবং দারচিনি তুলে ফেলুন।

একটি ঢাকনাসহ স্টিলের বক্সে প্রথমে একটু চিনি দিয়ে চুলায় দিন। যতক্ষণ চিনি হালকা বাদামী রঙ না হয় সে পর্যন্ত পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় ক্যারামেল লাগান। এবার ক্যারামেল শক্ত হয়ে গেলে পুডিং এর মিশ্রণ ঢেলে মুখ বন্ধ করে প্রেসার কুকারে পরিমানমতো পানি দিয়ে ১০ টি সিটি দিন। বক্সটি বের করে দেখুন পুডিংটি ঠিকমতো হয়েছে কিনা। নরম মনে হলে আরও দুটি সিটি দিন।

তৈরি হয়ে গেল মজাদার ক্যারামেল পুডিং। ঠাণ্ডা করে পরিবেশন করুন।

ব্রাউন পুডিং

ব্রাউন পুডিং
 উপকরনঃ
১/ ডিম- ৬টি
২/ ব্রেডক্রাম- ১ কাপ
৩/ ব্রাউন সুগার- ১ কাপ
৪/ অরেঞ্জ জুস- ১টি
৫/ কিসমিস- ১/২ কাপ
৬/ খেজুর- ২০০ গ্রাম
৭/ কাজুবাদাম- ২ টেঃচাঃ
৮/ আপেল গ্রেড করা- ১/২ কাপ
৯/ ঘন দুধ- ১কাপ
১০/ পাউডার দুধ- ১/৪ কাপ

প্রনালীঃ

কিসমিস ও খেজুর আধা কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিন।
তারপর পুডিং প্যান গ্রীস করে রাখুন। সুগারের সাথে আপেল মিক্স করে রাখতে হবে। ডিম বিট করে জুস, ঘন দুধ ও ব্রেডক্রাম মিশাতে হবে। অনান্য সব উপকরন মিশিয়ে পুডিং মোল্ডে নিয়ে প্রেশার কুকারে ২০-২৫ মিনিট স্টিম করে নিন।

ঠান্ডা হলে বাদাম ও খেজুর দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ব্রাউন পুডিং।

চকলেট স্পঞ্জ কেক

চকলেট স্পঞ্জ কেক

 

উপকরণঃ

১/ ডিম ৪টি,
২/ কোকো ১ টেবিল চামচ/ চকলেট কালার সিকি চামচ,
৩/ বেকিং পাউডার ১ চা চামচ,
৪/ কেক ইম্প্রুভার ১ চা চামচ,
৫/ চকলেট সিরাপ ১ টেবিল চামচ,
৬/ ময়দা আধা কাপ,
৭/ চিনি আধা কাপ,
৮/ ব্ল্যাক সিরাপ ৬ টেবিল চামচ,
৯/ চকলেট ক্রিম ২ কাপ,
১০/ ওয়েফার ৪/৫টি
১১/ সুইট বল ইচ্ছামত

যেভাবে তৈরি করবেনঃ

ডিমের কুসুম সাদা অংশ আলাদা করুন। সাদা অংশে মেরাং তৈরি করুন এগবিটারের সাহায্যে। ময়দা, কোকো/চকলেট কালার, বেকিং পাউডার একসাথে ঢেলে চালনীতে হাল্কা চেলে নিন। ডিমের সাদা অংশের মেরাং এর সাথে চিনি মিক্স করে ১০ মিনিট বিট করে নিন। এবার একটা পেস্ট এর মত মনে হবে। এই পেস্ট এর সাথে বাকী উপকরণ গুলো মিশিয়ে স্প্যাচুলার বা একটা বড় চামচ দিয়ে আলতো করে মিশিয়ে নিন। কেক ডাইসে সামান্য তেল বা বাটার লাগিয়ে মিক্সিং পেস্ট কেক ডাইসে সেট করে ওভেনে দিন। ১৬০ সেন্টিগ্রেটে ৩০ মিনিট বেক করুন। কেক ওভেন থেকে বের করে ওয়েভার, চকলেট ক্রিম, চকলেট সিরাপ, সুইট বল দিয়ে নিজের পছন্দমত ডেকোরেশন করুন।

টিপসঃ

গরম কেকে ক্রিম দিয়ে ডেকোরেশন করলে ক্রিম গলে যাবে। তবে কেক বেক হওয়ার ৬ ঘণ্টা পর ডেকোরেশন করলে কোনও সমস্যা হবে না।

শনিবার, ২ নভেম্বর, ২০১৩

প্রাণহারা

প্রাণহারা

 

প্রাণহারা, মণ্ডা মিঠাই, Bangla recipe, cooking Recipe, Bundiya, Sondesh, Mithai,

উপকরণ :
ছানা ১ ১/২ কাপ
চিনি ১/২ কাপ
দুধের সর ১/২ কাপ
মাওয়া পরিমান মত


প্রস্তুত প্রণালী :

ছানা হালকা মথে নিতে হবে ,এবার ৩ ভাগ করে ২ ভাগের সাথে চিনি দিয়ে জাল দিতে হবে। পানি শুকালে
বাকি কাচা ছানা দিয়ে নেড়েচেড়ে নামাতে হবে। একটু ঠান্ডা হলে দুধের সর দিয়ে ভালো করে মাখাতে হবে। গোল করে মাওয়া তে গড়িয়ে নিতে হবে।

দুধ পেড়া সন্দেশ

দুধ পেড়া সন্দেশ
 দুধ পেড়া সন্দেশ, Bangla recipe, cooking Recipe, Sondesh, Ranna recipe,
উপকরন

গুড়া দুধ ১.৫ কাপ
কনডেন্সড মিল্ক ১ টিন
বাটার ৮ চা চামচ
ছোট এলাচ ৪ টি
বাদাম, কিশমিস

প্রনালী

ননস্টীক প্যানে বাটার গলিয়ে কনডেন্সড মিল্ক ও গুড়া দুধ ভালো করে মেশাতে হবে। হালকা আচে ঘন ঘন নাড়তে হবে, যতক্ষন না ঘন পেস্ট এর আকার নিলে ছোট এলাচ এর গুড়ো দিতে হবে এবং ভালো করে মেশাতে হবে। এরপর চুলার জ্বাল বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষন রেখে দিন। ঠান্ডা হলে গোল গোল করে ছবির মতো করে সন্দেশ আকারে বানিয়ে কিশমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

চকলেট কেক

চকলেট কেক
Bangla recipe, cooking Recipe, চকলেট কেক,chocolate cake
উপকরনঃ
কেকঃ
ডিম ৫ টি
ময়দা ১ কাপ
তেল ১ কাপ
বেকিং পাওডার ১/২ চা চামচ
গুরা দুধ ২ টেবিল চামচ
চিনি ১ কাপ
কোকো পাউডার ২ টেবিল চামচ
চকলেট এসেন্স ১ চা চামচ

চকলেট আইসিংঃ
কোকো পাউডার ১ কাপ
চকলেট বার ১ টি (মাঝারি)


প্রনালিঃ
* প্রথমে ডিম এর সাদা অংশ খুব ভাল করে ফাটে নিন তারপর কুসুম দিয়ে আবার ফাটুন।
*
ময়দা বেকিং পাওডার,কোকো পাউডার, গুরা দুধ, এক সাথে চেলে নিন।
*
এরপর ডিম এর সাথে অল্প অল্প করে চিনি ও তেল মেশান।
*
এরপর ময়দা বেকিং পাওডার,গুরা দুধ খামির এর সাথে অল্প অপ্ল করে মেশান।
*
এরপর চকলেট আছেন্স খামির এর সাথে মেশান।
*
প্যান এর চার পাশে কাগজ দিয়ে খামির ঢেলে দিন।
*
ইলেক্ট্রিক ওভেন এ ২০০ ডিগ্রী তে ৩৫ মিনিট বেক করুণ।
*
নামানোর পর কেক ঠাণ্ডা করুন।


চকলেট আইসিংঃ
কোকো পাউডার ১/২ কাপ
চকলেট বার ১ টি (মাঝারি)
চিনি ১/২ কাপ
তেল ১ টেবিল চামচ(ইচ্ছা)

প্রনালিঃ দেড় কাপ পানিতে কোকো পাউডার, চকলেট বার, তেল ও চিনি চুলাই দিয়ে নাড়ুন। ঘন হলে নামিয়ে কেক আর উপর দিয়ে দিন।

কন্ডন্স মিলক্ পুডিং

কন্ডন্স মিলক্ পুডিং

 

কন্ডন্স মিলক্ পুডিং,Bangla recipe, cooking Recipe, Puding,

উপকরণ:


ডিম ৫ টি

কনডেন্স মিল্ক ১ টিন

চিনি ক্যারামেল এর জন্য


প্রণালী:


প্রথমে এয়ার টাইট বাটিতে ক্যারামেল করে নিবেন তারপর সব উপকরণ একসাথে ব্লেন্ড করে বাটিতে ঢেলে নিবেন,একটি ডেকচিতে পানি দিয়ে বাটির মুখ খুব ভালোভাবে আটকিয়ে উপরে ভারি কিছু দিয়ে বাটিটা ভাপে রেখে দিবেন ১ ঘন্টা .... খেয়াল রাখবেন ডেকচির পানি যেনো শুকিয়ে না যায় .... অল্প অল্প করে পানি দিবেন, পুডিং হয়ে গেলে ঠান্ডা করে ছুরি দিয়ে চারপাশ কেটে একটি প্লেটে উল্টিয়ে দিবেন

মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩

পাস্তা ইন হোয়াইট সস

পাস্তা ইন হোয়াইট সস

 

Pasta,Cooking recipe

প্রিপারেশন টাইমঃ ১০ মিনিট
কুকিং টাইমঃ ২০ মিনিট

উপকরণঃ
*পাস্তা ২৫০ গ্রাম (এই রেসিপির জন্য সবচেয়ে ভাল হল Penne Rigate পাস্তা, বাজার ঘুরে খুঁজে না পাওয়ায় আমি Rotini পাস্তা দিয়েই কাজ চালিয়েছি)
*কচি বাঁধাকপি স্লাইস- ১/২ কাপ
*বেবি কর্ণ- ১/২ কাপ
*মটর্শুঁটি- ১/২ কাপ
*মুরগীর হাড়ছাড়া মাংস অথবা টুনা মাছ- ৫০ গ্রাম
*তরল দুধ- ১ কাপ
*ময়দা- ২ টেবিল চামচ
*সাদা গোলমরিচ গুঁড়ো
*কাল গোলমরিচ গুঁড়ো
*স্বাদ লবণ
*মিহি রসুন কুচি- ১/২ চা চামচ
*মাখন
* অলিভ ওয়েল

প্রণালীঃ
হোয়াইট সস-
>> একটি পাত্রে মাখন গরম করুন এবং রসুন কুচি দিন। এবার চামচ দিয়ে উপরে ময়দা ছিটিয়ে দিন।
>> হাল্কা বাদামী হলে দুধ এবং অল্প পানি দিয়ে নাড়তে থাকুন
>> ঘন হয়ে সসের মত হলে চুলার জ্বাল নিভিয়ে দিন এবং সাদা গোলমরিচ গুঁরো ছিটিয়ে দিন

পাস্তা-
>> একটি পাত্রে পানি, লবণ আর অলিভ অয়েল দিয়ে পাস্তা বয়েল করুন, হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একপাশে রাখুন।
>> ফ্রাইপ্যানে আরেকটু তেল, লবণ দিয়ে মুরগীর টুকরোগুলো ভেজে নিন, তারপর একে একে সবজিগুলো দিন, স্বাদলবণ যোগ করুন।
>> এরপর তাতে পাস্তা ঢেলে দিন ও কিছুক্ষণ নাড়াচাড়া করুন
>> ক্যানড টুনা ফিশ দিতে চাইলে এখন দিয়ে দিন।
>> এবার চুলা থেকে নামিয়ে হোয়াইট সস আর কাল গোলমরিচ গুঁড়ো মিশিয়ে সুন্দর করে পরিবেশন করুন।

ব্যস চটপট হয়ে গেল দারুণ সুস্বাদু, লো-ফ্যাট পাস্তা ইন হোয়াইট সস…

টিপস :
১) প্রথম প্রথম হোয়াইট সস করতে গেলে অনেকেই ময়দাটা দলা পাকিয়ে ফেলেন, সেক্ষেত্রে নামিয়ে ছেঁকে নিন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করুন।

২) এই রেসিপিটাতে নানা রংয়ের সবজি ব্যবহার না করে বরং বেছে নিন সাদা সবজি গুলো।

৩) যারা একটু স্পাইসি ভাব আনতে চান, তারা পরিবেশণের সময় পাস্তার উপর লালমরিচ কুচি, বিলেতি ধনেপাতা কুচি দিতে পারেন

চিকেন কাবাব উইথ ভেজিটেবেল

রেসিপিঃ চিকেন কাবাব উইথ ভেজিটেবেল

 


ক্যাপসিকাম, টমেটো, গাঁজর ও কয়েকটা পেঁয়াজ কিউব করে কেটে নিন। ধুয়ে ঝুলিয়ে নিন। সামান্য সময়ের জন্য সিদ্ব করে (রং নষ্ট না করে) সবজি গুলো নরম করে নিন।

চিকেন কেটে তাতে এক চামচ আদা, এক চামচ রসুন, হাফ চামচ গুড়া মরিচ, দেড় চামচ টমেটো সস, লবন, সামান্য ভিনেগার, সামান্য রেড সয়াসস, একচিমটি পাপড়িকা (এটা না হলে নাই) এবং সামান্য তুলসিপাতা গুড়া (ঘ্রানটা ভাল লাগবে, না হলে নাই, আমাদের ছিল বলে দিয়েছি) দিন।

ভাল করে মাখিয়ে এক ঘন্টার জন্য ম্যারিউনেটেড করে রাখুন।

প্যানে তেল গরম করে এবার চিকেন গুলো ভেজে নিন। তেল কম হবে। গোসত থেকে পানি বের হয়ে আসবে তাই চুলার কাছে দাঁড়িয়ে থেকে ভাজুন।

ঢাকনা দিতে ভুলবেন না। এতে মাংস নরম হয়ে ভিতরটাও সিদ্ব হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনা খুলে এপিট ওপিট করে দিন।

ঠিক এমন একটা পর্যায়ে এসে যাবে। ছুরির মাথা দিয়ে খুঁচিয়ে ভিতরটা দেখে নিতে পারেন, নরম হল কিনা। এবার চিকেন কাবাব হয়ে গেল এবং তুলে ঢাকনা দিয়ে রাখুন।

চিকেন ম্যারিউনেটেড করার বেঁচে থাকা বাকী রস (এটাকে কি বলব বুঝতে পারছি না) এর সাথে কয়েকটা কাঁচা মরিচ ও আরো এক চামচ টমেটো সস মিশিয়ে নিন।

এবার অন্য একটা কড়াইতে সামান্য তেল গরম করে সবজি গুলো ভাঁজতে থাকুন। সামান্য লবন দিতে ভুলবেন না।

ভাজি হয়ে গেলে এবার সেই রস/ঝোল গুলো দিয়ে দিন।

এবার ভাল করে নাড়িয়ে ভাজুন। অনেকটা স্টার ফ্রাইয়ের মত। সামান্য ধনিয়া কুঁচি দিন, ভাল লাগবে। চাইলে ঝোল রাখতে পারেন, নতুবা মাখামাখা, নতুবা একদম ভাজাভাজা। আপনার ইচ্ছা যেমন।

ব্যস পরিবেশনের জন্য প্রস্তুত।

ধনিয়া পাতার চাটনী

রেসিপিঃ ধনিয়া পাতার চাটনী

 

উপকরনঃ
- ধনিয়া পাতা (পরিমানের অনুমান আপনার উপরেই থাক)
- কয়েকটা কোষ রসুন
- কয়েকটা কাঁচা মরিচ (ঝাল বুঝে)
- সামান্য লবন (পরিমান বুঝে)
- কয়েক চামচ সরিষার তেল
প্রনালীঃ

* প্রথমে রসুন (খোসা ছড়িয়ে) এবং কাঁচা মরিচ তাওয়ায় হালকা টেলে নিন।
* এর পর সব কিছু মিশিয়ে গ্রাইন্ডিং করে নিন।
* ব্যস হয়ে গেল ধনিয়া পাতার চাটনী। পরিবেশনের জন্য প্রস্তুত।

ডেজার্ট ব্যানানা আইসক্রিম

রেসিপিঃ ডেজার্ট ব্যানানা আইসক্রিম

 

উপকরনঃ
- ভ্যানিলা আইসক্রিম বা অন্য যে কোন আইসক্রিম
- পরিমান মত কলা (সাইজ করে কেটে নিন)
- কিছু চকোলেট (টুকরা এবং গুড়া)
- কুকি/ওয়েফার
প্রনালীঃ

হালকা/মজা কলা হলে ভাল।

প্রথমে আইসক্রিম দিন, তার পর কলা!

চকোলেটের টুকরা দিন।

আবার আইসক্রিম তার উপর চকলেটের গুড়া  এবং ওয়েফার কুকি দিয়ে সাজিয়ে নিন।

পটেটো ফ্রাই

রেসিপিঃ পটেটো ফ্রাই

 

 

প্রনালীঃ

সামান্য লবন যোগে আলু সিদ্ব করে নিন। নুতন আলু হলে ছিলে নিতে পারেন, পুরানো আলু হলে চামড়া পরে ছিলে নিতে পারেন। মোটামুটি যেন ভিতরটা নরম হয়ে যায়।

এবার আলু গুলো আপনার ইচ্ছা মত ভাগ করে নিন। কাটা চামচ দিয়ে ভিতরটা কুঁচেও নিতে পারেন।

এবার একটা পাত্রে সামান্য টমেটো সস, সামান্য লবন এবং এক চিমটি মরিচ গুড়া দিয়ে ভাল করে মাখিয়ে কিছু ক্ষন রেখে দিন।

কড়াইতে তেল গরম করে তাতে আলু গুলো দিয়ে ভাল করে ভেজে নিন।

কেমন ভাজি করছেন তা আপনি বুঝে করুন।

ব্যস পরিবেশনের/খাবারের জন্য প্রস্তুত।

মটর পোলাউ স্পেশাল

রেসিপিঃ মটর পোলাউ স্পেশাল

 

প্রয়োজনীয় উপকরনঃ
- পোলাউ চালঃ তিন কাপ
- মটর শুটিঃ এক কাপ
- আদা বাটাঃ এক চা চামচ
- কয়েকটা এলাচি
- কয়েক পিস দারুচিনি
- পরিমাণ মত লবণ
- কয়েকটা কাঁচা মরিচ
- দইঃ হাফ কাপ (বাসায় দই না থাকলে হাফ কাপ দুধ গুলো এক চামচ ভিনেগার মিশালেই দই এর কাজ হয়ে যাবে)
- হাফ কাপ তেল
- তেলঃ পরিমান মত
- পরিমাণ মত গরম পানি (যে কাপে চাল মাপা হয় সেই কাপের দিগুন পানি মানে এক কাপের জন্য দুই কাপ পানি, শেষে লাগলে আরো দিতে হবে)
* পেঁয়াজ নেই
প্রণালীঃ

তেল গরম করে সামান্য লবন দিয়ে আদা, দারুচিনি এবং এলাচি দিয়ে ভাজতে হবে।

এর পর গরম পানি দিয়ে দিতে হবে এবং দই।

এমন একটা অবস্থায় এসে যাবে যখন, তখন সিদ্ব মটর শুঁটী (যা আগে সিদ্ব করে রাখা হয়েছিল) দিয়ে দিতে হবে।

ভাল করে নাড়িয়ে দিতে হবে।

এবার পোলাউ চাল (ধুয়ে ঝরিয়ে রাখা) দিয়ে দিন।

চালের উপর এক ইঞ্চির মত পানি থাকতে হবে। যদি লাগে তবে আরো দিন।

এবার ফাইন্যাল লবন দেখুন। পানি কটা হয়ে যেতে হবে। ঢাকনা দিয়ে মিনিট ১৫ জন্য রেখে দিন। দুই একবার ঢাকনা খুলে নাড়িয়ে দিন।

দুই একবার ঢাকনা খুলে নাড়িয়ে দিন। এমন একটা চমৎকার অবস্থায় এসে যাবে।

ঝরঝরে করতে আগুনের আঁচ কমিয়ে দিন এবং দম দিন। শহরে দমের জন্য এমন ব্যবস্থা ছাড়া আর কি করার আছে।

দেখুন কি ঝরঝরে এবং কি চমৎকার।

পরিবেশনের জন্য প্রস্তুত।

পেঁপে ভর্তা/বাগার

রেসিপিঃ পেঁপে ভর্তা/বাগার

 

উপকরনঃ
- কয়েক পিস পেঁপে (পরিমান আপনি খাবারের সদস্য দেখে নিন)
- পেঁয়াজ কুঁচি, একটা
- কাঁচা মরিচ কুঁচি (ঝাল বুঝে)
- ধনিয়া পাতার কুঁচি
- সরিষার তেল
- লবন (পরিমান মত)
- সামান্য/ একচিমটি চিনি
প্রনালীঃ

পেঁপে অনেকে খেতে চান না, কিন্তু আমার কাছে পেঁপে ভাল লাগে। মাছ কিংবা গোসত দিয়ে পেঁপে রান্না খুবই মজাদার (আগামীতে পেঁপে যোগে শোল মাছ রান্না দেখাবো আপনাদের)।

লবন পানিতে পেয়ে সিদ্ব করে নিন।

সিদ্ব পেঁপেকে ভাল করে গলিয়ে নিন। মিহীন হলে ভাল।

সামান্য সরিষার তেলে পেঁয়াজ এবং মরিচ কুঁচি ভাজুন, একচিমটি লবন দিতে ভুলবেন না। এটাই হচ্ছে বাগার টাইপ।

পেঁয়াজ কুঁচি হলদে রং হয়ে গেলে এবার পেঁপে দিয়ে দিন।

ভাল করে খুন্তি দিয়ে ভাজুন।

সামান্য একটু চিনি দিয়ে দিন।

ফাইন্যাল লবন দেখুন। এবার ধনিয়া পাতার কুঁচি দিন। ভাল করে মিশিয়ে নিন।

ব্যস পরিবেশনের জন্য প্রস্তুত।