শনিবার, ২৬ অক্টোবর, ২০১৩

রেডিমেট স্যুপ

রেসিপিঃ রেডিমেট স্যুপ

 


যে কোন গ্রোসারী সপ থেকে রেডিমেট স্যুপের প্যাকেট কিনে নিয়ে আসুন। এক প্যাকেটে মোটামুটি চার বাটি হতে পারে…

প্যাকেটের উলটা দিকে প্রস্তুত প্রণালী লিখা আছে… কষ্ট করে পড়ে নিন… গ্লাসে পানি ঢেলে পান করার মত সহজ কাজ।

পানি গরম করে তাতে প্যাকেট খুলে স্যুপ (পাউডার) ঢেলে দিন। ভাল করে নাড়িয়ে মিক্স করুন এবং নাড়তে থাকুন। দুই টেবিল চামচ টমেটো সস দিন এবং ঘরে থাকলে একটা মুরগীর ডিম ভেঙ্গে দিন এবং আবারো নাড়াতে থাকুন। এবার স্বাদ দেখুন। লবণ লাগলে দিতে পারেন…।

ব্যস পরিবেশনের জন্য প্রস্তুত।

যারা ঝাল চান তারা কাঁচা মরিচ কুচি করে বাটিতে নিয়ে নিতে পারেন।
আশা করি বানিয়ে সবাইকে পরিবেশন করবেন। বিকালের নাস্তা হিসাবে সাথে কিছু পাকোডা টাইপ অথবা আলুর চপ কিংবা আলুর চিপস বানিয়ে নিতে পারেন। বেশ জমবে…।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন