শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

ব্যানানা কেক

উপকরণঃ
৪০০ গ্রাম খোসা ছাড়ানো পাকা কলা,
৪০০ গ্রাম চিনি,
২৫০ মিলিলিটার ডিম (সাদা অংশ ও কুসুম),
১০০ মিলিলিটার সবজি তেল,
৩০০ গ্রাম ময়দা,
১০ গ্রাম বাইকার্বোনেট অব সোডা,
২৫০ মিলিলিটার
দুধ।

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে একটি পাত্রে কলা ও চিনি নিয়ে ভালোভাবে মেশাতে হবে মিহি হয়ে যাওয়া পর্যন্ত।
এরপর ডিম ও তেল দিয়ে ভালোভাবে মেশান।
এরপর দুধ ছাড়া বাকি সব উপাদান মিশিয়ে শেষে দুধ মেশান।
বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে তাতে উপকরণগুলো নিয়ে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৩০-৪০ মিনিট বেক করুন।

ট্যাগস্‌: কেক, চিনি, ডিম, ময়দা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন